News Details

অভ্যন্তরীণ রুটে ১টা টিকেট কিনলে ১টা ফ্রি (US-BANGLA এয়ারলাইন্সের ধামাকা অফার)

অভ্যন্তরীণ রুটে ১টা টিকেট কিনলে ১টা ফ্রি (US-BANGLA এয়ারলাইন্সের ধামাকা অফার)

ঢাকা, ফেব্রুয়ারী ০৫, ২০২৫, বুধবার: একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ, ইউএস-বাংলা ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ তার বিজনেস-টু-কনজিউমার (B2C) পরিষেবা চালু করার মাধ্যমে ভ্রমণ বুকিংয়ের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রস্তুত। আগামী ৬ ফেব্রুয়ারী থেকে তিনদিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলা চলবে। বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা প্রদান করবে ফার্স্টট্রিপ।

B2C প্ল্যাটফর্মের প্রবর্তনের মাধ্যমে ফার্স্টট্রিপ ব্যবহারকারীদের তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ এবং আকর্ষণীয় ভ্রমন পরিকল্পনা চুড়ান্তকরন সহ সবকিছুই একটি সহজ ও সময়োপযোগী ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ ফার্স্টট্রিপ ট্রাভেল পোর্টালটি B2B এর সফলতার পর B2C উদ্বোধনের মাধ্যমে সকল শ্রেনীর গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে। ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার জনাব হাসনাইন রফিক বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের B2C পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।“ এছাড়া “আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি প্রত্যেকের জন্য আরও ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।” 
ফার্স্টট্রিপের B2C পরিষেবা উদ্বোধন উপলক্ষে একটি অভ্যন্তরীণ টিকেট কিনলে বিনামূল্যে আরেকটি ফ্রি টিকেট উপভোগ করতে পারবেন। টিকেট অফারটি আপনাদের পছন্দের এয়ারলাইন্স ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। মেলা চলাকালীন সময় ৬-৮ ফেব্রুয়ারী বুকিং করে ভ্রমণ করতে পারবেন ফেব্রুয়ারী ৬ থেকে জুন ৩০, ২০২৫ এর মধ্যে। মূল্যছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য। মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংএর উপর আকর্ষণীয় মূল্যছাড়ের অফারও থাকছে। এছাড়া ফার্স্টট্রিপের প্যাভেলিয়নে প্ল্যাটফর্মের একটি লাইভ ডেমো উপভোগ করতে পারবেন।

ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপ প্ল্যাটফর্মে যোগ দিয়ে ভবিষ্যতে ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনায় অংশ গ্রহণ করুন।

icon

Get the latest news and offers

Subscribe to our newsletter