News Details

ওমরাহ পালনের সঙ্গে সৌদি ভ্রমণ প্যাকেজে আগ্রহ

ওমরাহ পালনের সঙ্গে সৌদি ভ্রমণ প্যাকেজে আগ্রহ

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’। মেলায় অন্যান্য সব ভ্রমণের সঙ্গে ওমরা প্যাকেজ সম্পর্কে জানতে স্টলে স্টলে ভিড় করছেন আগ্রহীরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে মেলার প্রথম দিনেই ছিল ভ্রমণপিপাসুদের ভিড়। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর মেলাটির আয়োজন করেছে। যা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলায় ধানমন্ডির বাসিন্দা এহেসানুল বারি এসেছিলেন স্ত্রীকে নিয়ে। তারা ঘুরে ঘুরে বিভিন্ন অফার সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন স্টলগুলোতে। এরই ফাঁকে কথা হয় তার সঙ্গে, জানালেন আগ্রহের কথা। এহেসানুল বারি বলেন, মেলায় আসলে বিভিন্ন অফার সম্পর্কে জানা যায়, ছাড় দেখা যায়। আমরা বেশ কিছু দেশ ইতোমধ্যে ঘুরেছি, এবার যেতে চাই ওমরা করতে, পাশাপাশি সৌদি আরব ঘুরার পরিকল্পনা আছে। সে কারণে এই ধরনের প্যাকেজগুলো সম্পর্কে আজ খোঁজ নিচ্ছি।

স্ট্যার হলিডে নামক একটি ট্র‍্যাভেল প্রতিষ্ঠানের স্টলে দেখা গেল এমন সব প্যাকেজ নিয়েই তাদের আয়োজন। ভ্রমণপিপাসুদেরও বেশ আগ্রহ এই স্টলটির দিকে। কথা হয় প্রতিষ্ঠানটির চিফ এক্সকিউটিভ ডিরেক্টর তায়েবুর রহমান জুনায়েদের সঙ্গে। তিনি তাদের ওমরাহ পালনের সঙ্গে সৌদি আরব ভ্রমণ বিষয়ক প্যাকেজের আদ্যপান্ত তুলে ধরে বলেন, রামাদান উমরাহ আমাদের একটি প্যাকেজ ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত, যার প্যাকেজ মূল্য এক লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া ১৯ মার্চ থেকে ৩ এপ্রিল প্যাকেজ ১ লাখ ৬২ হাজার টাকার।

তিনি বলেন, ওমরাহ পালনের পাশাপাশি সৌদি আরব ভ্রমণের প্যাকেজ সম্পর্কে মেলায় আগতরা বেশি আগ্রহ দেখাচ্ছে এবার। আমরা এ বিষয়ে বেশ কিছু প্যাকেজ রেখেছি। তারমধ্যে ওমরাহসহ ইয়াম্বু ১ লাখ ৬০ হাকার, ওমরাহ সহ আল কাসিন এক লাখ ৭৫ হাজার, ওমরাহ সহ দাম্মাম এবং ওমরাহসহ রিয়াদ পৃথকভাবে ১ লাখ ৭৫ হাজার টাকার প্যাকেজ সম্পর্কে অনেকে জানতে চাচ্ছে।

মেলার আয়োজকরা জানান, মেলার ভিজিটরদের জন্য দেশি-বিদেশি এয়ারলাইন্স বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ ও এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করেছে। এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি। মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। মেলায় প্রবেশ ফি জনপ্রতি ৫০ টাকা। মেলায় ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‍্যাফেল ড্র তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

icon

Get the latest news and offers

Subscribe to our newsletter