News Details

১৫ জুলাই থেকে বেইজিং-ঢাকা সরাসরি ফ্লাইট চালু !

১৫ জুলাই থেকে বেইজিং-ঢাকা সরাসরি ফ্লাইট চালু !

চায়না সাউদার্ন এয়ারলাইন্স আগামী ১৫ জুলাই থেকে বেইজিংয়ের তাশিং বিমানবন্দর থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করবে। এ রুটে ১৯৯ আসনের এয়ারবাস এ৩২১ বিমান চালানোর পরিকল্পনা রয়েছে। ফ্লাইটটি প্রতি সপ্তাহের সোমবার ও শনিবার চলাচল করবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

চীন ও বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান পরিবহনের চাহিদা মেটাতে এই ফ্লাইট চালু করা হচ্ছে। এটি একটি ‘এয়ার সিল্ক রোড’ হিসেবে কাজ করবে, যা সরাসরি দুই দেশের রাজধানীগুলোকে সংযুক্ত করবে। বেইজিং তাশিং হাব থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরাসরি ফ্লাইটের শূন্যতা পূরণের লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বেইজিং তাশিং বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইটের নম্বর হবে সিজি ৮০০৯। ফ্লাইটটি বিকেল ৫টা ২০ মিনিটে বেইজিং তাশিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে ৫ ঘণ্টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে পৌঁছাবে।

ঢাকা থেকে বেইজিংগামী ফ্লাইটের নম্বর হবে সিজি ৮০১০। এটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে ৫ ঘণ্টা ৫ মিনিটে পরদিন ভোর সোয়া ৫টায় বেইজিংয়ে পৌঁছাবে।

যাত্রীদের সুবিধার্থে চায়না সাউদার্ন এয়ারলাইন্স বেইজিং তাশিং বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের জন্য ব্যাগেজ চেক-ইন পরিষেবা সরবরাহ করবে।

#China #ChinaSouthernAirlines #Dhaka #Beijing #AirTravel #Traveling #ChinaBangladesh #TripGuideBD

icon

Get the latest news and offers

Subscribe to our newsletter