News Details

হজ ফ্লাইট বাড়াতে ১ মে থেকে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত

হজ ফ্লাইট বাড়াতে ১ মে থেকে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত

হজ ফ্লাইটকে অগ্রাধিকার দিতে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, হজ ফ্লাইট পরিচালনা করতে বিমান বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাস-বৃদ্ধি করছে। এয়ারক্রাফট স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত রাখা হয়েছে বলেছে জানিয়েছে বিমান। হজ ফ্লাইট শেষে আগামী ১১ জুলাই থেকে আগের মতো এই রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।
যদি ইতোমধ্যে কেউ ১ মে থেকে ১০ জুলাইয়ের মধ্যে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকিট কিনে থাকেন, তাহলে চাহিদা অনুযায়ী বাড়তি খরচ ছাড়াই টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন।

একইসঙ্গে যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা-সিলেট-ম্যানচেস্টার এর পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন বলে জানিয়েছে বিমান।

icon

Get the latest news and offers

Subscribe to our newsletter