বাংলাদেশের বিমান চলাচল খাতে সংযোগ সমাধানগুলো এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সাথে অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে এক্সেনটেকপিএলসি।
উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সম্প্রতি এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিমান চলাচলের ক্ষেত্রে পরিচালন দক্ষতা এবং যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করার উদ্যোগ থাকবে। এই অংশীদারিত্বের আওতায় নির্বিঘ্ন সংযোগ স্থাপন করা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্ষেত্রে এক্সেনটেকের দক্ষতা কাজে লাগিয়ে সিএএবির পরিচালন ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে সহায়তা করা হবে। এই সহযোগিতা বাংলাদেশের বিমান চলাচল খাতকে আরও স্মার্ট ও কার্যকরী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি বিশ্বমানের বিমান চলাচল অবকাঠামো তৈরি করতে সিএএবির লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া, সদস্য (অপারেশন ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাইদ মেহবুব খান, সদস্য (এটিএম) এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক, সদস্য (অর্থ) অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন মো. মুকীত-উল-আলম মিয়া, উপ-পরিচালক (এটিএম) রফিউদ্দিন আহমেদ ও সহকারী পরিচালক (সিএনএস) নূর আলম সিদ্দিকী।
এক্সেনটেক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এমডি ও সিইও মো. আদিল হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) এ কে এম নাজমুল ইসলাম, কর্পোরেট হেড মো. আসাদুজ্জামান, জেনারেল ম্যানেজার-কর্পোরেট বিজনেস খন্দকার মোসাব্বের হোসেন, সিনিয়র ম্যানেজার-কর্পোরেট বিজনেস মুহাম্মদ জসিম উদ্দিন। এই কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের বিমান অবকাঠামোর উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং এ খাতের সমৃদ্ধি নিশ্চিত করবে। উভয় পক্ষই এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বিমান চলাচল খাতে ইতিবাচক পরিবর্তনের আশা করছে।
আশা করা হচ্ছে, এই অংশীদারিত্ব সিএএবির উদ্ভাবনের প্রতি অঙ্গীকার এবং এক্সেনটেকেরআইসিটি সমাধানে নেতৃত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গিকে আরও দৃঢ় করবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার লক্ষ্যে এগিয়ে চলার অঙ্গীকার ব্যক্ত করেছে এক্সেনটেক পিএলসি।
Copyright © 2025 All Rights Reserved
Technical Support by w3script